ধারাবাহিক নাটক দেনা পাওনা পর্ব-২১

Tue, Jun 25 2024

ধারাবাহিক নাটক দেনা পাওনা পর্ব-২১

দীপ্ত টিভির নতুন ধারাবাহিক (মেগা সিরায়াল) দেনা পাওনা প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং রাত ১০টা ৩০মিনিটে। আরো দেখা যাচ্ছে দীপ্ত টেলিভিশনের ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লে-তে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

দেনা পাওনা'র ২১ তম পর্বের কাহিনি সংক্ষেপ: রিয়া যখন ইরফানকে বিয়ে করার দিন গুনছে, তখন কাউকে না জানিয়ে ওসমানের সাথে দেখা করে পারমিতা আর ইরফানের বিয়ের প্রস্তাব দেয় আফজাল। ওসমানের ব্যবহারে এতটাই আহত হয় আফজাল যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ঘটনাক্রমে ইরফানই আফজালের চিকিৎসার ব্যবস্থা করে যেটা পারমিতা কিছুতেই মেনে নিতে পারে না। পারমিতা কি পারবে ইরফানের এই ঋণ শোধ করে দিতে?

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি এই নাটকে রয়েছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীগণ। গোলাম মুক্তাদিরের পরিচালনায় নাটকটিতে একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল নতুন মুখ যুক্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন (পারমিতা), তনয় বিশ্বাস (ইরফান), কাজী কানিজ (রিয়া), শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, তিশা চেšধুরী, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, নাফিয়াত প্রমি, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আফিফা মোহসিনা অরণি। সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন লুৎফুন নাহার মৌসুমী।