ওটিটি প্ল্যাটফর্মে নতুন ডাবিং সিরিজ “গাইবো তোমার জন্য”

Thu, Jun 20 2024

ওটিটি প্ল্যাটফর্মে নতুন ডাবিং সিরিজ “গাইবো তোমার জন্য”

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লে'তে রিলিজ হয়েছে কোরিয়ান সিরিজ Let me be your Knight এর বাংলা ডাবিং “গাইবো তোমার জন্য”। ঈদ উল আযহা উপলক্ষে এ সিরিজটি রিলিজ করেছে দীপ্তপ্লে কর্তৃপক্ষ। প্রিমিয়াম কন্টেন্ট হওয়া সত্ত্বেও দর্শকদের জন্য প্রথম ৩টি পর্ব কোনো ধরনের সাবস্ক্রিপশন ছাড়া দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশী ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লে।

Open photo

বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ড দলের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। ব্যান্ড দলের প্রধানের তখন বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পরে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। এজেন্সির চাপে শেষমেশ দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সাথে একসময় ব্যান্ড দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে তাকে সারিয়ে তুলতে পারবে? নাকি আরও ঝামেলা বাড়বে? নাকি দুই মেরুর দুই বাসিন্দা শেষমেশ ভালোবাসার বাঁধনে জড়িয়ে পরবে?

Open photo

চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু ), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন)

কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। 

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

গাইবো তোমার জন্য” ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

ডাবিং সিরিজ “গাইবো তোমার জন্য” দেখা যাচ্ছে দীপ্তপ্লে'ওয়েবসাইটদীপ্তপ্লে অ্যাপে।