মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন তাসনিয়া ফারিন
Sat, Jun 01 2024
সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিন। সমালোচক পুরস্কার "চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম" ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে এ পুরষ্কার পান তাসনিয়া ফারিণ, তার অভিনিত দীপ্তপ্লে অরিজিনাল ফিল্ম নিকষ-এর জন্য।
এ বছর ছিল মেরিল প্রথম আলো পুরস্কারটির রজতজয়ন্তী। ফলে এবারের আসর হয়েছে আরও জমকালো। দুই দশকের বেশি সময় ধরে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কারের আসর বসেছে। তবে এবারের নতুন ভেন্যু ছিল রাজধানীর উত্তরার ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তন।
গত বছর, ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লে-তে রিলিজ হয় ফারিনের "নিকষ" শিরোনামের ওয়েব ফিল্মটি। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

ফিল্মটির গল্প এগিয়েছে আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্পে। সেটার বিস্তারিত এমন, এক বাড়িতে থাকা দুই বোন। মাথার ওপর একই ছাদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা। একজন সংসারটাকে, সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে তো অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে। এই ছুটে যাওয়ার মধ্যেই ঘটে যায় আলগা হয়ে আসে সম্পর্কের বন্ধনগুলো। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় যাপনের স্বাভাবিক আলোতে।
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হৃদিকা আরো অনেকে।