নিখোঁজ নাটকে মুসফিক ফারহান, সামিরা খান মাহির বাজিমাত | Eid Natok 2024
Tue, Apr 23 2024
দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে শাদাত রাসেলের পরিচালনায় নাটক নিখোঁজ। নাটকে অভিনয় করেছেন মুসফিক ফারহান, সামিরা খান মাহি, মামুনুর রশিদ। নাটকের গল্পে দেখা যায় "উত্তর মহল্লার সবজি বিক্রেতা সবুর মিয়ার কন্যা ময়না হারিয়ে গেছে। গতকাল সন্ধ্যের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। মা শিউলি বেগম কন্যার শোকে মাঝে মাঝে মূর্ছা যায়। সারা শহর মাইক বাজাইয়া আহাজারি করে সবুর আর শিউলি।
সবুর শিউলি দম্পত্তির দুই সন্তান ময়না আর শফিক। শিউলি কন্যার খোঁজে, ফকির-বাবা, মাজার, পানি-পড়া কোন কিছুই বাকী রাখে নাই। শিউলী তার আদরের কন্যা মায়াময় মুখখানা ভুলতে পারে না। পুলিশের দ্বারস্থও হয়। সবুর মিয়ার জিরো এসেটের এগেইন্সটে সমিতি থেকে তোলা ৯০ হাজার টাকার লোন, তা কিন্তু ডিফল্ট হতে হতে দুইবছরে পেটফুলে প্রায় ৫ লক্ষ টাকা। সাপ্তাহে চার হাজার টাকা লোনের কিস্তি। সমিতির লোকজন সবুরকে তুলে নিয়ে যায়। নানা রকমের ভয় দেখায়। সব কথা শুনে সবুর তাজ্জব বনে যায়।
চুরি করে হলেও সবুর কিস্তি পরিশোধ করবে বলে ঠিক করে। কিন্তু চুরি করতে গিয়ে ধরা খায় সবুর। কিস্তির টাকা দিতে কেউ সবুরকে সাহায্য করে না। এগিয়ে আসে সবজি ক্রেতা এক নি:সন্তান মহিলা, সে ময়নাকে খুব আদর করে। সে ময়নাকে নিতে চায় বিনিময়ে ৫ লক্ষ টাকারলোন পরিশোধ করে দেবে। সবুরের সামনে ব্যাপক সঙ্কট ঘনিয়ে আসে। নিঃসন্তান মহিলার সমাধান সবুরকে ভাবায়। একমাত্র উপায়টা সবুরের ঘুম হারাম করে দেয়।"